বেকারদের জন্য সুখবর! রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রীর

WB job vacancy – সামনেই পঞ্চায়েত ভোট, আর ঠিক তার আগেই রাজ্যে সরকারি পদে নিয়োগ নিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার পদে নিয়োগ করবে রাজ্য। সঙ্গে বিরোধীদের কাছে তাঁর অনুরোধ, এই নিয়োগে যেন বাধা না দেন কেউ। সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী জানান।

রাজ্য সরকার তাদের বিভিন্ন দপ্তরে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মত নতুন কর্মী নিয়োগের (WB job vacancy) সিদ্ধান্ত নিয়েছে। সামনে দু তিন মাসের মধ্যেই তারা এই প্রক্রিয়া শুরুও করে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” আমরা ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চ প্রাথমিকে শূন্য পদ রয়েছে। আমরা দ্রুত এই পদগুলিতে নিয়োগ করতে বদ্ধপরিকর”।

WB job vacancy এর মধ্যে কোন কোন পদে নিয়োগ হবে?

১) প্রাথমিক উচ্চ প্রাথমিকে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ২,২০০ জন অধ্যাপক নিয়োগের চিন্তা ভাবনাতেও রয়েছে।
২) পুলিশবাহিনীর বিভিন্ন পদে ২০,০০০ শূন্য পথ পূরণ করা শুরু করে দিয়েছে সরকার।
৩) আবগারি কন্সটেবল পদে প্রায় তিন হাজারের কাছাকাছি শূন্য পদে রয়েছে।

৪) রাজ্য সরকারের গ্রুপ ডি পদে ১২ হাজার কর্মী নিয়োগ করা শুরু করে দিয়েছে তারা।
৫) গ্রুপ সি পদ নতুন করে তিন হাজার কর্মী নিয়োগ করা হবে।
৬) এছাড়াও,২,০০০ ডাক্তার এবং ৭,০০০ নার্স নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
৭) এছাড়াও কমিউনিটি হেলথ ওয়ার্কার ২,০০০ এবং ৭,০০০ আশা কর্মীও নিয়োগ হবে।
৮) সমাজকল্যাণ দফতরে অঙ্গনওয়াড়ি কর্মীর  ৯,৪৯৩ জনকে ও সহায়ক পদে ১৩,৯২৬ জনকে নিয়োগ করতে চান সরকার।

৯) এছাড়াও আশা কর্মী পদে ৭০০০ জন এবং সহকারী হিসেবে দুই হাজার জনকে নিয়োগ করবেন রাজ্য।
১০) বিভিন্ন হেলথ ওয়ার্কার পদে১৩,৯২৬ জনকে নিয়োগ করা হবে।
১১) রাজ্য সরকারের বিভিন্ন পদে আরও ১৭ হাজার জন কর্মী নিয়োগ হবে।

অর্থাৎ সবমিলিয়ে প্রায় ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ (WB job vacancy) করতে চায় রাজ্য সরকার। তবে অনেকেই মনে করছেন ভোটের আগে এই চাকরি দেওয়ার বিজ্ঞপ্তি শুধুমাত্র ভোট পাওয়ার জন্য তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কাছে অনুরোধ করেছেন এটি নিয়ে কোনরকম পলিটিক্স করবেন না।

চাকরিতে বাধা দেওয়া অথবা চাকরি বাতিল করা ইত্যাদি কোনরকম বিষয় নিয়ে দয়া করে কেউ ঝামেলা করবেন না অন্তত ছাত্র-ছাত্রী এবং বেকার যুবকদের দিকে তাকিয়ে দয়া করে কেউ এই কাজে বাধা দেবেন না। তবে এখন দেখার বিষয় এই নিয়োগ (WB job vacancy) প্রক্রিয়া কত দূর এগোয়।