







‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’একসময় সন্ধ্যেবেলা প্রতিটা ঘরের ড্রইংরুমে বেজে উঠতো। মা হারা ছোট্ট ঝিলিকের চরিত্রে তিথির অসাধারণ অভিনয়




মন জয় করে নিয়েছিল অসংখ্য দর্শকদের। টানা ছয় বছর ধরে এই ধারাবাহিকটি টিআরপির তালিকায় উপরের দিকে জায়গা করে নিয়েছিল।




তবে অবশ্য পরে ঝিলিক তার মাকে খুঁজে পায়। আর তিথিও বাঙালির ঘরে প্রতিটা মায়ের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। শিশু শিল্পী হিসাবে অভিনয় জগতে পা রাখেন তিথি।




প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে তিনি প্রথম বন্ধু ছবিতে অভিনয় করেন। তারপর গোটা ছয় বছর ধরে অভিনয় করেন তিনি মা ধারাবাহিকে।
View this post on Instagram
যা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এরপর তিনি বেশ কিছু বিজ্ঞাপনও করেন। বাংলাদেশের টেলিফিল্ম হৈমন্তীতে অভিনয় করেন।




স্টার জলসার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ময়ূরপঙ্খীতেও তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর তিনি নিজেকে অভিনয় জগত থেকে সরিয়ে আনেন। বর্তমানে তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ একটিভ। প্রায় সই তাকে নানারকম লুকে ছবি পোস্ট করতে দেখা যায়। ২০০৯ সালের শুরু হয়েছিল মা ধারাবাহিকটি।
পরবর্তীকালে বড় ঝিলিকের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীতমা ভট্টাচার্যকে। তিথি বসুর জন্ম হয় ২০০০ সালে। বর্তমানে তিনি টালিগঞ্জের রানকুঠ এলাকার বাসিন্দা। মাত্র তিন বছর বয়স থেকেই অভিনয় হাতে খড়ি হয় তিথি। মা ধারাবাহিকের জন্য ঝিলিক নাকি মাথাপিছু সাত হাজার টাকা করে পরিশ্রম পেতেন। রানিকুঠির জিরিবিল্লা স্কুলের ছাত্রী ছিলেন তিথি বসু। বর্তমানে স্কুলের পার্ট শেষ করে আশুতোষ কলেজে ভর্তি হয়েছেন তিথি বসু ওরফে ঝিলিক।
আশুতোষ কলেজে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন তিথি। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় থেকেই অভিনয়েতে সুযোগ পান তিথি। তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণীতে পড়া পর্যন্ত তিনি মা ধারাবাহিকে অভিনয় করেন। মা ধারাবাহিককে অভিনয়ের জন্য টেলি সম্মান থেকে শুরু করে কুড়িটিও বেশি পুরস্কার পেয়েছিলেন তিথি। হৈমন্তী নামে বাংলাদেশের একটি ছবিতেও অভিনয় করেছেন তিথি।