রূপে লক্ষী গুনে সরস্বতী টলি অভিনেত্রী সোহিনী, তার জনপ্রিয় কিছু ছবি

টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী সোহিনী সরকার। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মতন গতানুগতিক রোল তিনি না পেলেও তার

অসাধারণ অভিনয় দিয়ে তিনি লক্ষ লক্ষ দর্শকদের মন জয় করে ফেলেছেন। শুভশ্রী কিংবা শ্রাবন্তির থেকে কোন অংশে কম জান না সোহিনী।

অনেকেই জানেন না সোহিনির জীবনের কিছু অজানা কথা উত্তর ২৪ পরগনার খড়দহের মেয়ে সোহিনী। ছোটবেলা থেকেই পড়াশোনা এবং আবৃত্তির প্রতি তার বিশেষ টান ছিল।

তিনি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Duniya (@tollyduniya1)

২০০৮ সালেই তার প্রথম ধারাবাহিক রাজপথ এরপরে ওগো বধূ সুন্দরী ধারাবাহিকে একটি অন্যতম চরিত্রে তাকে দেখা যায় স্টার জলসায়।

২০১১ সালে অদ্বিতীয় ধারাবাহিকে লিডিং রোলে অভিনয় করেন সোহিনী। তবে ক্যারিয়ারের প্রথমে তাকে কাস্টিং কাউচের শিকার হতে হয় তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায়। ২০১৩ সালে তিনি অতনু ঘোষের প্রথম ছবি রুপকথা নয়তে অভিনয় করেন। ওই বছরেই তিনি ইন্দ্রনীল রায়চৌধুরী ছবি ফড়িং এ অভিনয় করে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছিলেন। এবং সেই সঙ্গে তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এরপর একের পর এক ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেন তিনি তার গায়ের রং এর জন্য বেশ কয়েকবার তাকে কথা শুনতে হয়েছিল। সোহিনী এরপর ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতী চরিত্রে অভিনয় করেন।

আবির চট্টোপাধ্যায় এর বিপরীতে তার অভিনয় ছিল নজর কারা। শুধু তাই নয় অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে বেশ কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেন। সেই সময় সোহিনী ও অনির্বাণের প্রেম সম্পর্কে নানান গুঞ্জন শোনা গিয়েছিল এই ব্যাপারে তাকে প্রশ্ন করলে তিনি জানান দুজন সুন্দর দেখতে ছেলে মেয়ে পাশাপাশি থাকলে প্রেম হবেই। এছাড়া টেলি অভিনেতা বিভান ঘোষের সঙ্গে তার প্রেমের কথা শোনা গেলেও সে কথা অস্বীকার করেছেন অভিনেত্রী। তবে অনেকেই জানেন না নবম শ্রেণীতে পড়াকালীন তার বিয়ে হয়ে গিয়েছিল।

যদিও সেই বিয়ের ব্যাপারে কখনো মুখ খোলেননি অভিনেত্রী। একবার অভিনেত্রী জানান এক পাঞ্জাবী ভদ্রলোকের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে ছিলেন এবং লিভ ইনে ছিলেন। একসময় উত্তর কলকাতার রাস্তা ঝাড় দিয়েছিলেন সোহিনী কারণ ওই রাস্তা দিয়ে আসার কথা ছিল জয়া আহসানের যদিও নিজের দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন বারবার তিনি। একটি ওয়েব সিরিজ অভিনয় করেছেন অভিনেত্রী। তার বর্তমান প্রেমিকের নাম রনজয় সরকার।