







ছেলেকে কোলে নিয়ে একটি মিষ্টি ছবি ভক্তদের সাথে শেয়ার করে নিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালের এই ছবি দেখে ভক্তদের কমেন্ট সংখ্যায় ভরে গেছে।




প্রথমবার ছেলেকে নিয়ে গেলেন গায়িকা গোয়াতে। এই প্রথম ছোট্ট দেবায়নের প্লেনে চাপা হলো।দিনের বেশিরভাগ সময় শ্রেয়া ঘোষাল নিজের ছেলের সাথেই




কাটাতে পছন্দ করেন। সব রকমের স্পেশাল মুমেন্ট গুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন গায়িকা। ছেলের সাথে গতকাল ছিল শ্রেয়ার দ্বিতীয় জন্মাষ্টমী।




সম্প্রতি এই ছবি গায়িকা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। ভাইরাল হওয়া এই ছবিতে দেখা গেছে মায়ের কোলে
View this post on Instagram
একগাল হাসি নিয়ে বসে রয়েছে ছোট্ট দেবায়ন। এই দিন ছেলেকে কোলে করে জড়িয়ে ধরে বসেই জন্মাষ্টমীর ছবি শেয়ার করলেন শ্রেয়া ঘোষাল।




ছোট দেবায়ন কে এদিন নীল রঙের একটি মিষ্টি দেখতে পাঞ্জাবিতে দেখা গেল। আর গায়িকার পরনে ছিল সাদা রঙের একটি চুরিদার সাথে কাজ করা ওড়না। কানে ইয়ারিং এবং হালকা করে মেকআপ। ছবিটিতে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটা হচ্ছে ছোট্ট দেবায়নের এই মিষ্টি হাসি।
দেবায়নের এই মিষ্টি হাসি দেখে এই ভক্তদের মন গলে গেছে। মায়ের কোলে বসে সে এমন ভাবে হাসি দিয়েছে যেন মনে হচ্ছে জন্মাষ্টমীর দিন স্বয়ং ঠাকুর গোপাল বসে রয়েছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে গায়িকা শ্রেয়া সকলকে তার তরফ থেকে এবং তার ছোট্ট ছেলের তরফ থেকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়েছেন। ছবিটি শেয়ার হওয়া মাত্রই তাতে লাইট পড়ে গেছে অজস্র। বর্তমানে মাত্র কিছু ঘন্টার মধ্যেই এই ছবিটিতে ৫০০ হাজারের কাছাকাছি লাইক সংখা রয়েছে। এদিকে কমেন্ট সংখ্যা প্রায় হতে চলল তিন হাজারের কাছাকাছি। মিষ্টি মিষ্টি কমেন্ট করে ভক্তরা ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স।