পটলকুমার সিরিয়ালের হিয়াকে মনে পড়ে? তার বর্তমান লুক দেখে মুগ্ধ সকলে

একসময় স্টার জলসার অতি জনপ্রিয় সিরিয়ালের মধ্যে ‘পটল কুমার গানওয়ালা’ র নাম ছিল সবার প্রথমে। টিআরপির দিক দিয়ে তাকে

ছোঁয়া ছিল প্রায় অসম্ভব ব্যাপার। আর সেই সিরিয়ালের মূল চরিত্রে ছিল গ্রামের মিষ্টি সরল মেয়ে পটল। তার অসাধারণ অভিনয়ে নিমেষে মন জয় করে

নিয়েছিল দর্শকদের। মূলত তরুণ গায়ক পটলের জীবন কাহিনী নিয়েই গড়ে উঠেছিল এই সিরিয়াল। তাকে বেশিরভাগ মানুষ পটল কুমার নামে চিনলেও

তার আসল নাম হিয়া দে। সেই সময় হিয়াদে অর্থাৎ আমাদের প্রিয় ছোট্ট পটল কুমারের বয়স ছিল মাত্র ৭ বছর। কিন্তু আজ সেই পটল একের পর এক বয়সের

 

View this post on Instagram

 

A post shared by Tolly Duniya (@tollyduniya1)

গণ্ডি পেরিয়ে প্রায় এগারো বছরে পৌঁছেছে। পটলের বাবার উত্তম কুমার এবং তার মায়ের নাম শ্রাবণী দে। কলকাতার কমলা গার্লস স্কুলে

পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে পটল। পটলের ডাকনাম দুষ্টু। পটল গান গাইতে খুব ভালবাসে এবং নাচতে আর ছবি আঁকতেও খুব ভালোবাসে। এমনকি এই সিরিয়ালের পর পটল কে আবারো দেখা যায় জি বাংলার আলোছায়া সিরিয়ালের ছোট্ট আলোর চরিত্রে। চোখে চশমা দুই পাশে বিলুনি করা শান্ত মেয়ে আলোর চরিত্রে তার অভিনয় সকল দর্শকদের মন জয় করেছিল। কিন্তু বাস্তবে ছোট্ট হিয়া কিন্তু মোটেও শান্তশিষ্ট নয়। তার দুষ্টুমি কিন্তু লেগেই থাকে। আর তাই তার বাবা তাকে ভালোবেসে দুষ্টু নামেই ডাকে।

কিন্তু সেই দিনের সেই ছোট্ট হিয়া এখন কিন্তু আর ছোট্ট নেই। এখন সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। হেয়ার ইনস্টাগ্রাম এ চোখ রাখলে বোঝা যাবে তার অনুরাগীর সংখ্যা। ওইটুকু বয়সে এত ভক্ত কিন্তু নেহাত মুখের কথা নয়। এদিকে তার বয়সের সাথে পাল্লা দিয়ে বেড়েছে তার লুকের বদল। নিত্যনতুন ফটোশুট ও ভিডিওর মাধ্যমে মাতিয়ে রেখেছে তার ভক্তদের। হিয়া দে নাচ করতে খুব ভালোবাসে এবং সে নাচ শেখেও।