







সৌমিতৃষা কুন্ডু এখন টেলিভিশন সিরিয়ালে অত্যন্ত পরিচিত এক মুখ। বর্তমানে জি বাংলায় সৌমিতৃষা ‘মিঠাই’ সিরিয়ালে মিঠাই এর চরিত্রে অভিনয় করছে।




যা দর্শকদের মন জয় করে তুলেছে। মিঠাই সিরিয়ালে সৌমিতৃষা ও অন্যান্য সহ-অভিনেতা অভিনেত্রিরা খুব সুন্দর পারফরম্যান্স করে বর্তমানে




সিরিয়ালটিকে এক নম্বরে নিয়ে এসছে। টিআরপির নিরিখে মিঠাই সিরিয়াল গত বেশ কয়েক সপ্তাহ ধরে এক নম্বরে রয়েছে। অর্থাৎ জি বাংলা




মিঠাই সিরিয়াল সব চ্যানেলের সিরিয়ালকে পিছনে ফেলে দিয়েছে। সৌমিতৃষা কুন্ডুর বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতার কাছে বারাসাতে।
View this post on Instagram
অভিনেত্রীর জন্ম 2000 সালে। আর তার প্রথম স্কুলজীবন বারাসাতেই কাটে। বারাসাত গার্লস হাই স্কুল থেকে স্কুল এডুকেশন শেষ করেন।




এরপর তিনি ভর্তি হন সেন্ট পলস কলেজে। ছোটবেলা থেকেই সৌমিতৃষা ইংরেজিতে খুবই ভালো ছিল, কিন্তু অঙ্কটা অতটা করতে পারতেন না। তাঁর উচ্চতা 5 ফুট ও ওজন 55 কেজি। বর্তমানে অভিনয় ও কাজের সূত্রে সৌমি কলকাতাতেই থাকেন। অভিনয়ে প্রচুর ব্যস্ত হওয়া সত্ত্বেও সৌমিতৃষা DISTANCE LEARNING এর মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সৌমিতৃষা কুন্ডু মিঠাই ছাড়াও আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছে।
সেগুলি হল কনে বউ, গুরুদক্ষিণা, গোপাল ভার, জয়কালী কলকাত্তাওয়ালী, অলৌকিক লৌকিক ইত্যাদি। তার প্রিয় অভিনেতা হল রানবির সিং আর অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়া রং এর মধ্যে সৌমির প্রিয় রঙ হল ইয়েলো ও রেড। এছাড়া সৌমি চাইনিজ খাবার খেতে খুব ভালোবাসে। তাছাড়া সৌমির হবি হল নাচ, অভিনয় ও বেড়ানো।
মিঠাই সিরিয়ালে মিঠাই যেমন সকলের মন জয় করে, সকলের সাথে মিলেমিশে হাসিখুশি থাকতে ভালোবাসে, ঠিক তেমনি সৌমি। তার সিরিয়ালের মতনই সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে। স্টুডিওতে হাসি, ঠাট্টা, মজা এই সবকিছু করতে সৌমিতৃষা খুব ভালোবাসে। সৌমিতৃষা ছোট থেকেই খুব মিশুকে প্রকৃতির মেয়ে। মিঠাইের মত সৌমিতৃষা সবকিছু গুছিয়ে রাখতে ভুলে যায়।
একটা সাক্ষাৎকারে মিঠাই ওরফে সৌমিতৃষা বলেন, তাকে কখনো অডিশন দিতে হয়নি। একটা সময় একটা ব্র্যান্ডের দিয়ে মডেলিং শুরু করেন সৌমিতৃষা। প্রায় পাঁচ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। মিঠাই এই ধারাবাহিকের জন্য নাকি তাকে ময়রার কাছ থেকে শিখতে হয়েছে কিভাবে দুধ জাল দিতে হয়।