কৃষকরা পাবেন ১০ হাজার টাকা, এক্ষুনি আবেদন করুন প্রধানমন্ত্রীর এই প্রকল্পে -Govt New Scheme

একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। ভারতে সবুজ বিপ্লবের সুচনা এই কৃষিকে হাতিয়ার করেই। একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ ৭৫ বছর পেরিয়ে পরিবর্তিত সব সরকারই কৃষিকেই অর্থনীতির প্রধান স্তম্ভ হিসাবে বেছে নিয়েছেন। তাই কোনও কিছুর বদলে কৃষি এবং কৃষকদের প্রতি বেশ সহানুভূতিশীল সব সরকারই। তা সে কেন্দ্রের বর্তমান বিজেপিই হোক এ রাজ্যের তৃণমূল সরকার কৃষকদের বিষয়ে নো কম্প্রমাইজ।

কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে গোটা দেশের কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক সম্মান নিধি (Pradhanmantri Krishak Sammannidhi Prakalpa) । এই প্রকল্পের আওতায় দেশের প্রান্তিক কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা ভাতা পান । প্রতিবছর নিয়ম করে  দেশের প্রায় প্রতিটি কৃষিজীবী মানুষই তা পাচ্ছেন। তবে শুধু কৃষক সম্মান নিধিই নয় আরও এক ধাপ এগিয়ে দেশের প্রান্তিক চাষি ভাইদের অর্থনৈতিক দুরাবস্থার কথা মাথায় রেখে কৃষকদের জন্য চালু করা হয়েছে স্বল্প(low interest) সুদের ভিত্তিতে কৃষি ঋণ।

এমনকি এ রাজ্যের ক্ষেত্রেও বর্তমান তৃণমূল সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় এরাজ্যের চাষি ভাইরা তাদের চাশের কাজের উপকরণ এবং সরঞ্জাম ক্রয় করতে পারেন সহজেই। তবে কি শুধু এ রাজ্য এবার কৃষক দের প্রতি দরাজ হস্ত মধ্য প্রদেশ সরকার । সম্প্রতি ওই রাজ্যের সরকার কৃষক ভাইদের জন্য চালু করেছে কৃষি কল্যান (Krishi Kolyan Yojna ) যোজনা । এই প্রকল্পের অধীনে মধ্য প্রদেশের কৃষক ভাইরা পাবেন ১০ হাজার টাকা।  এক্ষেত্রে যে সকল চাষি ভাইরা প্রধান মন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় বছরে ৬ হাজার টাকা যেমন পাচ্ছেন সেই সকল কৃষকরা এবার কৃষি কল্যান যোজনার আওতায় পাবেন বাড়তি ৪ হাজার টাকা । তবে এই প্রকল্পের অধীনে সাহায্য পেতে হলে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প তালিকা ভুক্ত হতে হবে।